চট্টগ্রামFriday , 5 April 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জাতীয়
  8. জেলা/উপজেলা
  9. জোকস
  10. তথ্য প্রযুক্তি
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন

প্রতিদিন একটি মোবাইল ছিনতাই সাদ্দামের নেশা!

JUGER SOMOY NEWS
April 5, 2024 9:50 pm
Link Copied!

রাজধানীর তেজগাও এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, প্রতিদিন অন্তত একটি মোবাইল ছিনতাই করা সাদ্দামের নেশা ছিনতাই করতে না পারলে তার ভালো লাগে না 

শুক্রবার ( এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাও থানার ওসি মোহাম্মদ মহসিন এর আগে বৃহস্পতিবার রাতে পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়

তিনি জানান, সাদ্দাম পেশায় একজন ভ্যানচালক কিন্তু ছিনতাই করা তার নেশা এই ভ্যান চালনোর ফাঁকে ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়কে ছিনতাই ছিল তার নেশা সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশপাশে ওঁৎ পেতে থাকতেন তিনি এরপর জানালার পাশে বসা কেউ ফোনে কথা বললে ছোঁ মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতেন প্রতিদিন তিনি একটি করে মোবাইল ছিনতাই করতেন এরপর তা বিক্রি করে দিতেন বাসায় ফিরে ছিনতাই করা মোবাইল বিক্রির টাকা দিলেও বাসার সকলে মনে করতেন সেগুলো তার ভ্যান চালানোর টাকা 

পুলিশ বলছে, সাদ্দাম মূলত গাড়ির জানালার পাশে বসা যাত্রীদের মোবাইল ছিনতাই করতেন তিনি প্রতিদিন একটি করে মোবাইল ছিনতাই করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাদ্দাম তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে তার মধ্যে ২টি মামলায় তার সাজাও হয়েছে 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: