চট্টগ্রামThursday , 24 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. জাতীয়
  8. জেলা/উপজেলা
  9. জোকস
  10. তথ্য প্রযুক্তি
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন

আবারও লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

JUGER SOMOY NEWS
August 24, 2023 9:11 pm
Link Copied!

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা।দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

শুক্রবার (২৫ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৭ আগস্ট দেশের বাজারে স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়। তখন ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৯ হাজার ২৭ টাকা। তার আগে ছিলে এক লাখ ৭৭৭ টাকা।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮২ হাজার ৭৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৬৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: